1. admin@kagojerbarta.com : admin :
  2. roberttaylor1755ywts@gsasearchengineranker.com : anyapraed2271 :
  3. davidwilson2900s4d@verifiedlinklist.com : gordonhand83 :
  4. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : gustavostamper :
ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দৃষ্টিনন্দন গোলে মায়ামিকে প্রথমবার বিশ্বকাপে জেতালেন মেসি

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠে খেলা, সে হিসেবে ইন্টার মায়ামি একটু বাড়তি আত্মবিশ্বাস পেতেই পারে। তবে ক্লাব বিশ্বকাপের শুরুটা তাদের জন্য ঠিক কাঙ্ক্ষিত ছিল না। যেখানে তারা মিশরীয় ক্লাব আল-আহলির সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ে। তাই বাড়তি চাপ ছিল দ্বিতীয় ম্যাচে। তবে দৃষ্টিনন্দন ফ্রি-কিকে এবার আমেরিকান সকারের ক্লাবটিকে প্রথমবার বিশ্বকাপ ম্যাচে জয় এনে দিলেন লিওনেল মেসি। পর্তুগিজ ক্লাব পোর্তোকে তারা ২-১ গোলে হারিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতেই লিড নিয়েছিল পোর্তো। যার রেশ ছিল পুরো প্রথমার্ধজুড়ে। মেসি-সুয়ারেজরা ছন্দে ফেরেন বিরতির পর। এরপর তারা কামব্যাক তো করল–ই, পাশাপাশি দৃষ্টিনন্দন গোলে মায়ামির জয় আদায় করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। যা মেসিকে ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার বানিয়ে দিয়েছে।

এবার ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে চলছে ক্লাব বিশ্বকাপ আসর। যেখানে প্রথমবার খেলতে নামে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে মেসি যে দলে আছেন, সে দল যে চমক দেখাতেই পারে সেই আত্মবিশ্বাসও ফুটবলভক্তদের থাকা অস্বাভাবিক নয়। যা দেখা গেল কাল ইউরোপীয় ক্লাব পোর্তোর বিপক্ষে। যদিও ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই পর্তুগিজ প্রতিনিধিরা পেনাল্টিতে লিড নিয়েছিল। যা তা ধরে রাখে পুরো প্রথমার্ধ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

দৃষ্টিনন্দন গোলে মায়ামিকে প্রথমবার বিশ্বকাপে জেতালেন মেসি

আপডেট সময় : ০৫:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ঘরের মাঠে খেলা, সে হিসেবে ইন্টার মায়ামি একটু বাড়তি আত্মবিশ্বাস পেতেই পারে। তবে ক্লাব বিশ্বকাপের শুরুটা তাদের জন্য ঠিক কাঙ্ক্ষিত ছিল না। যেখানে তারা মিশরীয় ক্লাব আল-আহলির সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ে। তাই বাড়তি চাপ ছিল দ্বিতীয় ম্যাচে। তবে দৃষ্টিনন্দন ফ্রি-কিকে এবার আমেরিকান সকারের ক্লাবটিকে প্রথমবার বিশ্বকাপ ম্যাচে জয় এনে দিলেন লিওনেল মেসি। পর্তুগিজ ক্লাব পোর্তোকে তারা ২-১ গোলে হারিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতেই লিড নিয়েছিল পোর্তো। যার রেশ ছিল পুরো প্রথমার্ধজুড়ে। মেসি-সুয়ারেজরা ছন্দে ফেরেন বিরতির পর। এরপর তারা কামব্যাক তো করল–ই, পাশাপাশি দৃষ্টিনন্দন গোলে মায়ামির জয় আদায় করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। যা মেসিকে ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার বানিয়ে দিয়েছে।

এবার ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে চলছে ক্লাব বিশ্বকাপ আসর। যেখানে প্রথমবার খেলতে নামে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে মেসি যে দলে আছেন, সে দল যে চমক দেখাতেই পারে সেই আত্মবিশ্বাসও ফুটবলভক্তদের থাকা অস্বাভাবিক নয়। যা দেখা গেল কাল ইউরোপীয় ক্লাব পোর্তোর বিপক্ষে। যদিও ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই পর্তুগিজ প্রতিনিধিরা পেনাল্টিতে লিড নিয়েছিল। যা তা ধরে রাখে পুরো প্রথমার্ধ।