1. admin@kagojerbarta.com : admin :
  2. roberttaylor1755ywts@gsasearchengineranker.com : anyapraed2271 :
  3. davidwilson2900s4d@verifiedlinklist.com : gordonhand83 :
  4. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : gustavostamper :
ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিসাঙ্কার ১৮৭ রানের ইনিংসে শ্রীলঙ্কার জবাব

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে বড় স্কোরের পথে আছে শ্রীলঙ্কাও। পাথুম নিসাঙ্কার ক্যারিয়ার সেরা ইনিংসে তৃতীয় দিন শেষে লঙ্কানদের রান ৪ উইকেটে ৩৬৮।

২৩ চার ও ১ ছক্কায় ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংস খেলেন নিসাঙ্কা। সপ্তদশ টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি এটি। আগের সর্বোচ্চ ছিল ১২৭।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর ১১ রান। শেষ ব্যাটসম্যান নাহিদ রানাকে ফিরিয়ে আসিথা ফার্নান্দো দেখা পান চতুর্থ শিকারের।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে এগিয়ে যায় সাবলীল গতিতে। উদ্বোধনী জুটি ৪৭ রানে থামে লাহিরু উদারার বিদায়ে। অভিষেকে দারুণ শুরু করা ব্যাটসম্যান ৬ চারে ২৯ রান করে ফিরতি ক্যাচ দেন তাইজুল ইসলামের ঝুলিয়ে দেওয়া বলে।

সেই ধাক্কাকে পাত্তা না দিয়ে শ্রীলঙ্কা এগিয়ে যায় দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল।

চান্ডিমালকে ৫৪ রানে থামিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। বাংলাদেশের বিপক্ষে ১৩ টেস্টে তার সেঞ্চুরি ও ফিফটি এখন সমান ৫টি করে।৮৮ বলে ফিফটি স্পর্শ করা নিসাঙ্কা পরের পঞ্চাশ করেন কেবল ৪৮ বলেই।

ক্যারিয়ারের শেষ টেস্টে বাংলাদেশের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়ে মাঠে নামা ম্যাথিউস এরপর সঙ্গ দেন নিসাঙ্কাকে। গড়ে ওঠে আরেকটি জুটি।

তবে এই জুটি ৮৯ রানে থামান মুমিনুল হক। অনিয়মিত এই স্পিনার ম্যাথিউসকে থামান ৩৯ রানে।

২০১ বলে দেড়শ ছুঁয়ে নিসাঙ্কা এগিয়ে যান দুইশর দিকে। দ্বিতীয় নতুন বলে তাকে থামায় বাংলাদেশ।

৮০ ওভার শেষে ৫ ওভার পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই দারুণ এক ডেলিভারিতে নিসাঙ্কাকে বোল্ড করে দেন হাসান মাহমুদ।

দিনের বাকি সময়টায় ভালো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে আরও এগিয়ে নেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৪৫ বলে ৩৭।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিসাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথিউস ৩৯, কামিন্দু ৩৭*, ধানাঞ্জায়া ১৭*; হাসান ১২-২-৪৯-১, নাহিদ ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৩৯৩ বার পড়া হয়েছে

নিসাঙ্কার ১৮৭ রানের ইনিংসে শ্রীলঙ্কার জবাব

আপডেট সময় : ০৫:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে বড় স্কোরের পথে আছে শ্রীলঙ্কাও। পাথুম নিসাঙ্কার ক্যারিয়ার সেরা ইনিংসে তৃতীয় দিন শেষে লঙ্কানদের রান ৪ উইকেটে ৩৬৮।

২৩ চার ও ১ ছক্কায় ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংস খেলেন নিসাঙ্কা। সপ্তদশ টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি এটি। আগের সর্বোচ্চ ছিল ১২৭।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর ১১ রান। শেষ ব্যাটসম্যান নাহিদ রানাকে ফিরিয়ে আসিথা ফার্নান্দো দেখা পান চতুর্থ শিকারের।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে এগিয়ে যায় সাবলীল গতিতে। উদ্বোধনী জুটি ৪৭ রানে থামে লাহিরু উদারার বিদায়ে। অভিষেকে দারুণ শুরু করা ব্যাটসম্যান ৬ চারে ২৯ রান করে ফিরতি ক্যাচ দেন তাইজুল ইসলামের ঝুলিয়ে দেওয়া বলে।

সেই ধাক্কাকে পাত্তা না দিয়ে শ্রীলঙ্কা এগিয়ে যায় দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল।

চান্ডিমালকে ৫৪ রানে থামিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। বাংলাদেশের বিপক্ষে ১৩ টেস্টে তার সেঞ্চুরি ও ফিফটি এখন সমান ৫টি করে।৮৮ বলে ফিফটি স্পর্শ করা নিসাঙ্কা পরের পঞ্চাশ করেন কেবল ৪৮ বলেই।

ক্যারিয়ারের শেষ টেস্টে বাংলাদেশের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়ে মাঠে নামা ম্যাথিউস এরপর সঙ্গ দেন নিসাঙ্কাকে। গড়ে ওঠে আরেকটি জুটি।

তবে এই জুটি ৮৯ রানে থামান মুমিনুল হক। অনিয়মিত এই স্পিনার ম্যাথিউসকে থামান ৩৯ রানে।

২০১ বলে দেড়শ ছুঁয়ে নিসাঙ্কা এগিয়ে যান দুইশর দিকে। দ্বিতীয় নতুন বলে তাকে থামায় বাংলাদেশ।

৮০ ওভার শেষে ৫ ওভার পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই দারুণ এক ডেলিভারিতে নিসাঙ্কাকে বোল্ড করে দেন হাসান মাহমুদ।

দিনের বাকি সময়টায় ভালো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে আরও এগিয়ে নেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৪৫ বলে ৩৭।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিসাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথিউস ৩৯, কামিন্দু ৩৭*, ধানাঞ্জায়া ১৭*; হাসান ১২-২-৪৯-১, নাহিদ ১৬-০-৮০-০, তাইজুল ৩৪-৩-১২৬-১, নাঈম ২৫-০-৮৬-১, মুমিনুল ৬-০-২৪-১)।