পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের বিশাল চমক
শক্তি-সামর্থ্য, নামের ধার-ভার, কোনো দিক থেকেই দুই দলের তুলনাই চলে না। কিছুদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে পিএসজি, অপ্রতিরোধ্য মৌসুমে জিতেছে ট্রেবল। ক্লাব বিশ্বকাপেও ফেভারিটদের ছোট্ট তালিকায় আছে দলটি। সেই দলকেই কিনা হারিয়ে দিল ব্রাজিলের ক্লাব বতাফোগো!
ক্লাব বিশ্বকাপে এবার চমকপ্রদ ফল হয়েছে কয়েকটি ম্যাচেই। তবে সবচেয়ে বড় অঘটন বলা যায় এটিকেই। ‘বি’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বতাফোগো।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে ৩৬তম মিনিটে ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগো জেজুস।অথচ ব্রাজিলিয়ালি লিগে এবার ধুঁকছে দলটি। পয়েন্ট তালিকায় এখন তারা আছে আট নম্বরে। এই ক্লাব বিশ্বকাপেও প্রথম ম্যাচে হারা হেরেছে যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল সাউন্ড্রার্সের কাছে। সেই দলই এবার উপহার দিল চোখ কপালে তোলা ফলাফল।
প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি এবার স্তম্ভিত হয়ে গেল।
বল নিয়ন্ত্রণে রাখার লড়াইয়ে প্রত্যাশিতভাবেই একচেটিয়া দাপট ছিল পিএসজির। ম্যাচর ৭৫ শতাংশ সময় বল ছিল তাদের কাছেই। তবে গোলমুখে কার্যকারিতায় ছিল বড় পার্থক্য। গোলে ১৬টি শট নিয়ে স্রেফ দুটি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। দুটিই ঠেকিয়ে দেন বতাফোগোর গোলকিপার জন।
আগের পাঁচ ম্যাচে ১৯ গোল করা দলটি তাই এবার জালের দেখা পায়নি একবারও।
বতাফোগো গোটা ম্যাচে গোলে শট নেয় চারটি। প্রতিটিই ছিল লক্ষ্যে। পিএসজির গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা ঠেকিয়ে দেন তিনটি। বাকি একটিতেই কাজের কাজ হয়ে যায় ব্রাজিলিয়ান দলটির।



















