বৈষ্টমী রকফেস্ট ফিরছে, গাইবে চার ব্যান্ড
দেশব্যাপী আটটি কনসার্ট আয়োজনের লক্ষ্য নিয়ে গেল বছর শুরু হয়েছিল ‘বৈষ্টমী রকফেস্ট’। জুলাই আন্দোলনে দুইটি কনসার্ট করার পর থেমে যায় সেই আয়োজন।
চলতি বছর বাকি কনসার্টগুলো শেষ করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান বৈষ্টমী। শুক্রবার পূর্বাচল নিউ টাউনে চার ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি।
বিজ্ঞপ্তিতে বৈষ্টমী জানিয়েছে, আগের দুইবারের মত এবারও নতুন ও পুরোনো প্রজন্মের ব্যান্ডের সমন্বয় থাকছে কনসার্টে।নসার্টে গান গাইবে নব্বইয়ের দশকের ব্যান্ড সিম্ফনি, এ সময়ের হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ব্যান্ড এফ মাইনর। আরও পারফর্ম করবে রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।
বৈষ্টমীর প্রধান নির্বাহী কর্মকর্তা আয়শা এরিন বলেন, “গত বছর রাজধানীসহ আটটি বিভাগে কনসার্ট আয়োজনের স্বপ্ন ছিল। পরপর দুই মাসে দুইটি কনসার্ট আয়োজনের পরই দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। আশা করি, গত বছরের অপূর্ণতা এবার আর থাকবে না। নতুন ব্যান্ডের পাশাপাশি আমরা চাই পুরোনো জনপ্রিয় ব্যান্ড, যারা এখনো পারফর্ম করছে, তাদেরকে যথাযথ সম্মানের সঙ্গে মঞ্চে আনতে।”
শুক্রবার কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত। এই কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস।
এবারের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, ৭০০ টাকা, ১ হাজার ২৫০ টাকা এবং ২ হাজার ৫০০ টাকা।
বৈষ্টমীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরের কনসার্ট অনুষ্ঠিত হবে ১২ জুলাই। সেদিন পারফর্ম করবে ভাইকিংস, আর্টসেল।এরপর মেগা কনসার্ট হবে ২৬ জুলাই। ওই কনসার্টের ব্যান্ডগুলোর নাম এখনই প্রকাশ করতে চাইছে না আয়োজকেরা।












