1. admin@kagojerbarta.com : admin :
  2. roberttaylor1755ywts@gsasearchengineranker.com : anyapraed2271 :
  3. davidwilson2900s4d@verifiedlinklist.com : gordonhand83 :
  4. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : gustavostamper :
ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৭ পর্যন্ত আল নাসরে থাকছেন রোনালদো

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আরও দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন।

আজ বৃহস্পতিবার ক্লাবটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন।’

আনুষ্ঠানিক ঘোষণার কয়েক মিনিট আগে আল নাসর একটি টিজার ভিডিও প্রকাশ করে, যেখানে ৪০ বছর বয়সী রোনালদোকে সমুদ্রতীরে হাঁটতে দেখা যায় এবং তিনি বলেন, ‘আল নাসর ফরএভার।’

২০২৩ সালে রোনালদো সৌদি আরবে আসার পর থেকেই অনেক ইউরোপীয় তারকা খেলোয়াড় এই দেশমুখী হন, বিশেষ করে ক্যারিয়ারের শেষদিকে থাকা খেলোয়াড়রা।

তবে আল নাসরের হয়ে রোনালদো এখনো কোনো বড় ট্রফি জিততে পারেননি। গত মাসে সৌদি প্রো লিগে তারা তৃতীয় স্থান অর্জন করে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে যায়। রোনালদো যদিও লিগে সর্বোচ্চ ২৫ গোল করে শীর্ষ স্কোরার হয়েছেন।

এক মাস আগেই রোনালদো একটি পোস্টে লেখেন, ‘এই অধ্যায় শেষ’, যা নিয়ে জল্পনা শুরু হয়েছিল তিনি ক্লাব ছাড়ছেন কি না। তবে এখন সেই সকল গুজবের অবসান ঘটেছে।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF), যেটি আল নাসরসহ বেশ কয়েকটি ক্লাবের মালিক, রোনালদোর উপস্থিতিকে দেশের ফুটবলের উন্নয়নে অন্যতম চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

২০২৭ পর্যন্ত আল নাসরে থাকছেন রোনালদো

আপডেট সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আরও দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন।

আজ বৃহস্পতিবার ক্লাবটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন।’

আনুষ্ঠানিক ঘোষণার কয়েক মিনিট আগে আল নাসর একটি টিজার ভিডিও প্রকাশ করে, যেখানে ৪০ বছর বয়সী রোনালদোকে সমুদ্রতীরে হাঁটতে দেখা যায় এবং তিনি বলেন, ‘আল নাসর ফরএভার।’

২০২৩ সালে রোনালদো সৌদি আরবে আসার পর থেকেই অনেক ইউরোপীয় তারকা খেলোয়াড় এই দেশমুখী হন, বিশেষ করে ক্যারিয়ারের শেষদিকে থাকা খেলোয়াড়রা।

তবে আল নাসরের হয়ে রোনালদো এখনো কোনো বড় ট্রফি জিততে পারেননি। গত মাসে সৌদি প্রো লিগে তারা তৃতীয় স্থান অর্জন করে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে যায়। রোনালদো যদিও লিগে সর্বোচ্চ ২৫ গোল করে শীর্ষ স্কোরার হয়েছেন।

এক মাস আগেই রোনালদো একটি পোস্টে লেখেন, ‘এই অধ্যায় শেষ’, যা নিয়ে জল্পনা শুরু হয়েছিল তিনি ক্লাব ছাড়ছেন কি না। তবে এখন সেই সকল গুজবের অবসান ঘটেছে।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF), যেটি আল নাসরসহ বেশ কয়েকটি ক্লাবের মালিক, রোনালদোর উপস্থিতিকে দেশের ফুটবলের উন্নয়নে অন্যতম চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেছে।