টানা তিনদিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা
আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ৬ জুলাই (রবিবার) আশুরার সরকারি ছুটি। এর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে।
বৃহস্পতিবার (২৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে মহররম মাস শুরু হবে। আগামী ৬ জুলাই (রবিবার) পালিত হবে আশুরা। এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।