1. admin@kagojerbarta.com : admin :
  2. roberttaylor1755ywts@gsasearchengineranker.com : anyapraed2271 :
  3. davidwilson2900s4d@verifiedlinklist.com : gordonhand83 :
  4. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : gustavostamper :
ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাকার জন্য নয়, মূল্যবোধের জন্য ভারতে এসেছি: আদনান সামি

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রখ্যাত সংগীতশিল্পী আদনান সামি জানান, তিনি টাকার জন্য নয়, বরং মূল্যবোধ ও নীতির কারণে পাকিস্তান ছেড়ে ভারতে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা বলেন গায়ক, যেখানে তিনি নিজের নাগরিকত্ব পরিবর্তন নিয়ে বহু বছরের বিতর্কের উত্তর দেন।

২০০১ সালে ভারতে এসে সংগীতজগতে প্রতিষ্ঠা পান আদনান সামি। ‘লিফ্ট করে দে’, ‘কভি তো নজর মিলাও’, ‘তেরে বিনা’—এমন বহু জনপ্রিয় গান দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

তিনি বলেন, “যদি কেউ বলেন আমি টাকার জন্য ভারতে এসেছি, আমি বলি—ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে এসেছি। আমি চাইলে জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকার নাগরিক হতে পারতাম। কিন্তু আমি ভারতের নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পেলেও, তা সহজ ছিল না বলেও জানান আদনান সামি। তবে পাকিস্তানিদের প্রতি কোনো রাগ বা বিদ্বেষ তার নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগেও তিনি একাধিকবার পাকিস্তান সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ এবং দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন। এর জেরে পাকিস্তানের একাংশ থেকে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

তবে এ সব নিয়েও গায়ক বলেছেন “আমার কোনো অনুশোচনা নেই। আমি যেখানে আছি, সেটাই আমার ঘর।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

টাকার জন্য নয়, মূল্যবোধের জন্য ভারতে এসেছি: আদনান সামি

আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী আদনান সামি জানান, তিনি টাকার জন্য নয়, বরং মূল্যবোধ ও নীতির কারণে পাকিস্তান ছেড়ে ভারতে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা বলেন গায়ক, যেখানে তিনি নিজের নাগরিকত্ব পরিবর্তন নিয়ে বহু বছরের বিতর্কের উত্তর দেন।

২০০১ সালে ভারতে এসে সংগীতজগতে প্রতিষ্ঠা পান আদনান সামি। ‘লিফ্ট করে দে’, ‘কভি তো নজর মিলাও’, ‘তেরে বিনা’—এমন বহু জনপ্রিয় গান দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

তিনি বলেন, “যদি কেউ বলেন আমি টাকার জন্য ভারতে এসেছি, আমি বলি—ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে এসেছি। আমি চাইলে জার্মানি, ইংল্যান্ড, কানাডা বা আমেরিকার নাগরিক হতে পারতাম। কিন্তু আমি ভারতের নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পেলেও, তা সহজ ছিল না বলেও জানান আদনান সামি। তবে পাকিস্তানিদের প্রতি কোনো রাগ বা বিদ্বেষ তার নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগেও তিনি একাধিকবার পাকিস্তান সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ এবং দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন। এর জেরে পাকিস্তানের একাংশ থেকে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

তবে এ সব নিয়েও গায়ক বলেছেন “আমার কোনো অনুশোচনা নেই। আমি যেখানে আছি, সেটাই আমার ঘর।”