1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকের সব ভিডিও এখন থেকে ‘রিলস’

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না- সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

‘ভিডিও’ ট্যাবের নামেও পরিবর্তন আনছে ফেসবুক। নতুন নাম হবে ‘রিলস’ ট্যাব।

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন- তা ছোট হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

এই নতুন আপডেটের সাথে সাথে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধরা বাধা সময়ও থাকবে না। যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে।

এক সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ড। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন। তবে সেই সবকিছুই রিলস হিসেবে আপলোড হবে।

তবে যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেছেন, তাদের চিন্তার কিছু নেই।

ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে, সেভাবেই থাকবে। ‘রিলস’ ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে।

অবশ্য যেসব ইউজারের ফিড পোস্ট ও রিলসের অডিয়েন্স সেটিং আলাদা, তাদেরকে সেটিং এ পরিবর্তন আনতে হবে বা নতুন করে অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে।

মেটা আশা করছে, নতুন এসব পরিবর্তন ইউজারদের উপকারে আসবে। তারা ফেসবুকে আরো সৃজনশীল হওয়ার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

ফেসবুকের সব ভিডিও এখন থেকে ‘রিলস’

আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না- সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

‘ভিডিও’ ট্যাবের নামেও পরিবর্তন আনছে ফেসবুক। নতুন নাম হবে ‘রিলস’ ট্যাব।

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন- তা ছোট হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

এই নতুন আপডেটের সাথে সাথে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধরা বাধা সময়ও থাকবে না। যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে।

এক সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ড। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন। তবে সেই সবকিছুই রিলস হিসেবে আপলোড হবে।

তবে যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেছেন, তাদের চিন্তার কিছু নেই।

ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে, সেভাবেই থাকবে। ‘রিলস’ ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে।

অবশ্য যেসব ইউজারের ফিড পোস্ট ও রিলসের অডিয়েন্স সেটিং আলাদা, তাদেরকে সেটিং এ পরিবর্তন আনতে হবে বা নতুন করে অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে।

মেটা আশা করছে, নতুন এসব পরিবর্তন ইউজারদের উপকারে আসবে। তারা ফেসবুকে আরো সৃজনশীল হওয়ার সুযোগ পাবেন।