1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাহস আর আত্মঅন্বেষণের কাহিনি নিয়ে আসছে সিফাত নুসরাতের ‘অগ্নিকন্যা’

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন শব্দের শরীরে আগুন জ্বলে, তখন সৃষ্টি হয় এক অগ্নিকন্যার। ঠিক এমনই আগুনঝরা গল্প নিয়ে পাঠকদের সামনে হাজির হচ্ছেন তরুণ লেখিকা সিফাত নুসরাত। তার নতুন উপন্যাস ‘অগ্নিকন্যা’ এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।

নতুন প্রজন্মের এই লেখিকা এর আগে ‘রুহী দিলরুবা কোথায়?’ উপন্যাসের মাধ্যমে পাঠকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এবার তিনি ফিরছেন আরও শক্তিশালী, আরও সাহসী এক কাহিনি নিয়ে।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে বইটি নিয়ে লেখিকা বলেন, অনেকেই জানতে চাইছেন, আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম? আমি যখন লেখায় ডুবে থাকি, তখন বাস্তবতা থেকে নিজেকে গুটিয়ে নিই। এইবারও তাই হয়েছিল। লেখালেখির এই যাত্রা শুরু হয় কাশ্মীরের দূর পাহাড়ে বসে, ৯ এপ্রিল, রাত ২টা ৩২ মিনিটে। সেদিন আমি ছিলাম এক রূপকথার রাজ্যে।

এই উপন্যাসের পেছনে রয়েছে তার ব্যতিক্রমী প্রস্তুতি। লেখার খাতিরে তিনি ঘোড়ায় চড়েছেন, রেসে অংশ নিয়েছেন, শিখেছেন নিয়ন্ত্রণের কলাকৌশল।

তিনি বলেন, ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করাই ছিল লেখার অংশ। সেটা শুধু শখ নয়, শক্তি ও সাহসের প্রতীক হিসেবেও উঠে এসেছে গল্পে।

পাঠকদের উদ্দেশে তিনি জানান, ‘অগ্নিকন্যা’ কেবল একটি চরিত্র নয়, বরং এক জীবন্ত প্রতিরূপ—যে আগুনের মাঝে দিয়েও নিজেকে খুঁজে পায়। কীভাবে? সেটা জানতে পাঠকদের অপেক্ষা করতে হবে বইটির প্রকাশ পর্যন্ত।

উপন্যাসটি প্রকাশ করছে রয়েল পাবলিকেশনস। প্রকাশনীকে ধন্যবাদ জানিয়ে লেখিকা বলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা পান্ডুলিপিটি ভালোবেসে গ্রহণ করেছেন, দ্রুত কাজ শেষ করে আইএসবিএন সনদও পাঠিয়েছেন। আশা করছি, জুলাইয়ের শেষ সপ্তাহেই বইটির মোড়ক উন্মোচন হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

সাহস আর আত্মঅন্বেষণের কাহিনি নিয়ে আসছে সিফাত নুসরাতের ‘অগ্নিকন্যা’

আপডেট সময় : ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

যখন শব্দের শরীরে আগুন জ্বলে, তখন সৃষ্টি হয় এক অগ্নিকন্যার। ঠিক এমনই আগুনঝরা গল্প নিয়ে পাঠকদের সামনে হাজির হচ্ছেন তরুণ লেখিকা সিফাত নুসরাত। তার নতুন উপন্যাস ‘অগ্নিকন্যা’ এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।

নতুন প্রজন্মের এই লেখিকা এর আগে ‘রুহী দিলরুবা কোথায়?’ উপন্যাসের মাধ্যমে পাঠকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এবার তিনি ফিরছেন আরও শক্তিশালী, আরও সাহসী এক কাহিনি নিয়ে।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে বইটি নিয়ে লেখিকা বলেন, অনেকেই জানতে চাইছেন, আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম? আমি যখন লেখায় ডুবে থাকি, তখন বাস্তবতা থেকে নিজেকে গুটিয়ে নিই। এইবারও তাই হয়েছিল। লেখালেখির এই যাত্রা শুরু হয় কাশ্মীরের দূর পাহাড়ে বসে, ৯ এপ্রিল, রাত ২টা ৩২ মিনিটে। সেদিন আমি ছিলাম এক রূপকথার রাজ্যে।

এই উপন্যাসের পেছনে রয়েছে তার ব্যতিক্রমী প্রস্তুতি। লেখার খাতিরে তিনি ঘোড়ায় চড়েছেন, রেসে অংশ নিয়েছেন, শিখেছেন নিয়ন্ত্রণের কলাকৌশল।

তিনি বলেন, ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করাই ছিল লেখার অংশ। সেটা শুধু শখ নয়, শক্তি ও সাহসের প্রতীক হিসেবেও উঠে এসেছে গল্পে।

পাঠকদের উদ্দেশে তিনি জানান, ‘অগ্নিকন্যা’ কেবল একটি চরিত্র নয়, বরং এক জীবন্ত প্রতিরূপ—যে আগুনের মাঝে দিয়েও নিজেকে খুঁজে পায়। কীভাবে? সেটা জানতে পাঠকদের অপেক্ষা করতে হবে বইটির প্রকাশ পর্যন্ত।

উপন্যাসটি প্রকাশ করছে রয়েল পাবলিকেশনস। প্রকাশনীকে ধন্যবাদ জানিয়ে লেখিকা বলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা পান্ডুলিপিটি ভালোবেসে গ্রহণ করেছেন, দ্রুত কাজ শেষ করে আইএসবিএন সনদও পাঠিয়েছেন। আশা করছি, জুলাইয়ের শেষ সপ্তাহেই বইটির মোড়ক উন্মোচন হবে।