1. admin@kagojerbarta.com : admin :
  2. roberttaylor1755ywts@gsasearchengineranker.com : anyapraed2271 :
  3. davidwilson2900s4d@verifiedlinklist.com : gordonhand83 :
  4. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : gustavostamper :
ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বছর আটকে থাকার পর আসছে অন্যদিন

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক যুগ আগে নির্মাণ হওয়া কামার আহমাদ সাইমনের সিনেমা ‘অন্যদিন, আলোর মুখ দেখতে চলেছে জুলাইয়ে।

সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে নির্মাতা সাইমন জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ‘অন্যদিন…’। কিছুদিন আগে সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় মুক্তির পথ খুলেছে। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাইমন।

একটি স্টিমারে যাত্রীদের গল্প ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে দেখা গেছে ঢাকা থেকে ‘রকেট’ নামের স্টিমারটি খুলনার উদ্দেশে রওনা হয়। যে স্টিমারে নানা বয়সের নানা শ্রেণির যাত্রী থাকে। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে ‘অন্যদিন’ সিনেমায়।

কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন…’। জলত্রয়ীর প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ এর আগে সিনেমাটি নিয়ে সাইমন বলেছিলেন, “শুনতে কি পাও!’ শেষ করে ২০১৩ সালে শুরু করেছিলাম ‘অন্যদিন…’ সিনেমার কাজ। শুটিং শেষ করে ২০১৭ সালে সম্পাদনার টেবিলে জমা দিয়েছিলাম। এরপর কোভিডের সময়ে সিনেমাটায় আবার হাত দিয়েছিলাম।”

২০২১ সালের জুলাইতে এই সিনেমার সম্পাদনা শেষ করেছেন পরিচালক। এরপর সিনেমাটি নিয়ে বিভিন্ন উৎসবে ঘুরেছেন সাইমন। বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার লেখক, চিত্রগ্রাহক ও পরিচালক কামার আহমাদ সাইমন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে

দুই বছর আটকে থাকার পর আসছে অন্যদিন

আপডেট সময় : ১১:০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

এক যুগ আগে নির্মাণ হওয়া কামার আহমাদ সাইমনের সিনেমা ‘অন্যদিন, আলোর মুখ দেখতে চলেছে জুলাইয়ে।

সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে নির্মাতা সাইমন জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ‘অন্যদিন…’। কিছুদিন আগে সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় মুক্তির পথ খুলেছে। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাইমন।

একটি স্টিমারে যাত্রীদের গল্প ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে দেখা গেছে ঢাকা থেকে ‘রকেট’ নামের স্টিমারটি খুলনার উদ্দেশে রওনা হয়। যে স্টিমারে নানা বয়সের নানা শ্রেণির যাত্রী থাকে। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে ‘অন্যদিন’ সিনেমায়।

কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন…’। জলত্রয়ীর প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ এর আগে সিনেমাটি নিয়ে সাইমন বলেছিলেন, “শুনতে কি পাও!’ শেষ করে ২০১৩ সালে শুরু করেছিলাম ‘অন্যদিন…’ সিনেমার কাজ। শুটিং শেষ করে ২০১৭ সালে সম্পাদনার টেবিলে জমা দিয়েছিলাম। এরপর কোভিডের সময়ে সিনেমাটায় আবার হাত দিয়েছিলাম।”

২০২১ সালের জুলাইতে এই সিনেমার সম্পাদনা শেষ করেছেন পরিচালক। এরপর সিনেমাটি নিয়ে বিভিন্ন উৎসবে ঘুরেছেন সাইমন। বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার লেখক, চিত্রগ্রাহক ও পরিচালক কামার আহমাদ সাইমন।