1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃক্ষমেলায় বাহারি জাতের ফলদ গাছ

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। প্রতিবার পরিবেশ দিবসকে কেন্দ্র করে ৫ জুন শুরু হলেও এবার ঈদের ছুটি থাকায় মেলা শুরু হয় ২৫ জুন থেকে, চলবে ২৪ জুলাই পর্যন্ত।

বিনা টিকিটেই গাছ কেনা থেকে শুরু করে মেলা ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন যে কেউ, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বৃক্ষমেলা ইতিমধ্যেই সেজেছে দেশি বিদেশি নানা ফুল, ফল, ঔষধি আর শোভাবর্ধক গাছে। চোখ ধাঁধানো মুগ্ধ করা সৌন্দর্য যেমন আছে, আছে দামেরও বিস্তর ওঠানামা।

দেখা যায় একই প্রজাতির গাছের উচ্চতা, কতটা ঝোপালো, গাছে ফুল বা ফলের উপস্থিতি কেমন, গাছ কি টবে, বস্তায় নাকি ড্রামে এসব বিবেচনায় একই প্রজাতির গাছের দাম শত টাকা থেকে লাখ টাকায় গিয়ে ঠেকে। মেলা ঘুরে ফলের গাছগুলোর গল্প শোনা যাক আজ।
আম

সময়টা এমন যে আমাদের দেশীয় প্রজাতির আমের ফলন সব ফুরিয়ে এসেছে। ফলে প্রায় প্রতিটি স্টলে শোভা পাচ্ছে ভিনদেশি সব নজরকাড়া রঙিন আম। থাই ব্যানানা, ব্রুনাই কিং, আমেরিকার রেড পালমার, জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম, নামডকমাই, পুনাই, মহাচানক, কিং অব চাকপাতসহ অনেক প্রজাতির আম। ড্রামে বসানো এসব আমের দাম উঠছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ছোট চারার দাম শুরু দুইশো টাকা থেকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

বৃক্ষমেলায় বাহারি জাতের ফলদ গাছ

আপডেট সময় : ০৫:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা। প্রতিবার পরিবেশ দিবসকে কেন্দ্র করে ৫ জুন শুরু হলেও এবার ঈদের ছুটি থাকায় মেলা শুরু হয় ২৫ জুন থেকে, চলবে ২৪ জুলাই পর্যন্ত।

বিনা টিকিটেই গাছ কেনা থেকে শুরু করে মেলা ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন যে কেউ, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বৃক্ষমেলা ইতিমধ্যেই সেজেছে দেশি বিদেশি নানা ফুল, ফল, ঔষধি আর শোভাবর্ধক গাছে। চোখ ধাঁধানো মুগ্ধ করা সৌন্দর্য যেমন আছে, আছে দামেরও বিস্তর ওঠানামা।

দেখা যায় একই প্রজাতির গাছের উচ্চতা, কতটা ঝোপালো, গাছে ফুল বা ফলের উপস্থিতি কেমন, গাছ কি টবে, বস্তায় নাকি ড্রামে এসব বিবেচনায় একই প্রজাতির গাছের দাম শত টাকা থেকে লাখ টাকায় গিয়ে ঠেকে। মেলা ঘুরে ফলের গাছগুলোর গল্প শোনা যাক আজ।
আম

সময়টা এমন যে আমাদের দেশীয় প্রজাতির আমের ফলন সব ফুরিয়ে এসেছে। ফলে প্রায় প্রতিটি স্টলে শোভা পাচ্ছে ভিনদেশি সব নজরকাড়া রঙিন আম। থাই ব্যানানা, ব্রুনাই কিং, আমেরিকার রেড পালমার, জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম, নামডকমাই, পুনাই, মহাচানক, কিং অব চাকপাতসহ অনেক প্রজাতির আম। ড্রামে বসানো এসব আমের দাম উঠছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ছোট চারার দাম শুরু দুইশো টাকা থেকে।