লামার কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লক্ষ টা জরিমানা
বান্দরবানের লামা উপজেলার সরইতে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কর্তন করার অভিযোগে ৫৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক অদ্য ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখে নিম্নোক্ত ০২টি প্রতিষ্ঠান ও ০১ জন ব্যাক্তিকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারার আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কর্তন করার অভিযোগে ৫৫ লক্ষ টাকা এবং সততা ব্রিক্স এন্টারপ্রাইজকে ছাড়পত্র বিহীন ইটভাটা পরিচালনা করার অপরাধে ২ লক্ষ টাকা ও ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মোঃ কবির হোসেন নামে সরই এর এক ব্যাক্তিকে পাহাড় কর্তনের অপরাধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।