1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রেক্ষাগৃহে আবারও দেখা মিলছে জাপানি জনপ্রিয় অ্যানিমে সিনেমার। এবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আলোচিত অ্যানিমে ছবি ‘চেইনসো ম্যান—দ্য মুভি: রেজ আর্ক’। একই দিনে বড় পর্দায় আসছে দেশীয় সিনেমা ‘কন্যা’।

গত মাসে সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ বিপুল সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে আরেক জনপ্রিয় মাঙ্গা অবলম্বনে নির্মিত ছবি ‘চেইনসো ম্যান—দ্য মুভি: রেজ আর্ক’।

কন্যা: গ্রামীণ জীবনের গল্প

বাংলার গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘কন্যা’ পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। সিনেমাটি নিয়ে তিনি বলেন, “কন্যা সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। বাংলার অতি সাধারণ একটি পরিবারের জীবনের না বলা কষ্টই এই ছবির মূল সুর। কন্যা ৬৮ হাজার গ্রামের মানুষের গল্প। আশা করি দর্শকরা হলে এসে নিরাশ হবেন না।”

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। তিনি বলেন, “দরিদ্র পরিবারের জীবনসংগ্রামের করুণ বাস্তবতা নিয়েই কন্যার গল্প। চরিত্রটিকে বাস্তব করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সহশিল্পীরাও দারুণ কাজ করেছেন।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মোরশেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভ প্রমুখ।

চেইনসো ম্যান: রেজ আর্ক

তাতসুকি ফুজিমোটোর জনপ্রিয় মাঙ্গা অবলম্বনে নির্মিত এই ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা। গল্পের মূল চরিত্র ডেনজি, যে একদিন ক্যাফেতে দেখা পায় রহস্যময়ী মেয়ে রেজের। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়লেও এর আড়ালে লুকিয়ে থাকে গভীর রহস্য, বিশ্বাসঘাতকতা এবং এক ভিন্ন জগতের সংঘর্ষ।

প্রথম দিকে গল্পটি রোমান্টিকভাবে এগোলেও পরিণতিতে এটি রক্তাক্ত ও আবেগঘন মোড় নেয়। ডেনজির স্বপ্ন, মানবতা আর দানবের জগৎ—সব মিলিয়ে সিনেমাটি এক অনন্য অভিজ্ঞতা দেয়।

চলচ্চিত্রটি ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পায় এবং সেখানেই বাণিজ্যিক সাফল্য অর্জন করে। আজই এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩ বার পড়া হয়েছে

স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’

আপডেট সময় : ০৫:৫০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

দেশের প্রেক্ষাগৃহে আবারও দেখা মিলছে জাপানি জনপ্রিয় অ্যানিমে সিনেমার। এবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আলোচিত অ্যানিমে ছবি ‘চেইনসো ম্যান—দ্য মুভি: রেজ আর্ক’। একই দিনে বড় পর্দায় আসছে দেশীয় সিনেমা ‘কন্যা’।

গত মাসে সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া জাপানি অ্যানিমে ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা—দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ বিপুল সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে আরেক জনপ্রিয় মাঙ্গা অবলম্বনে নির্মিত ছবি ‘চেইনসো ম্যান—দ্য মুভি: রেজ আর্ক’।

কন্যা: গ্রামীণ জীবনের গল্প

বাংলার গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘কন্যা’ পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। সিনেমাটি নিয়ে তিনি বলেন, “কন্যা সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। বাংলার অতি সাধারণ একটি পরিবারের জীবনের না বলা কষ্টই এই ছবির মূল সুর। কন্যা ৬৮ হাজার গ্রামের মানুষের গল্প। আশা করি দর্শকরা হলে এসে নিরাশ হবেন না।”

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। তিনি বলেন, “দরিদ্র পরিবারের জীবনসংগ্রামের করুণ বাস্তবতা নিয়েই কন্যার গল্প। চরিত্রটিকে বাস্তব করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সহশিল্পীরাও দারুণ কাজ করেছেন।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মোরশেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভ প্রমুখ।

চেইনসো ম্যান: রেজ আর্ক

তাতসুকি ফুজিমোটোর জনপ্রিয় মাঙ্গা অবলম্বনে নির্মিত এই ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা। গল্পের মূল চরিত্র ডেনজি, যে একদিন ক্যাফেতে দেখা পায় রহস্যময়ী মেয়ে রেজের। ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়লেও এর আড়ালে লুকিয়ে থাকে গভীর রহস্য, বিশ্বাসঘাতকতা এবং এক ভিন্ন জগতের সংঘর্ষ।

প্রথম দিকে গল্পটি রোমান্টিকভাবে এগোলেও পরিণতিতে এটি রক্তাক্ত ও আবেগঘন মোড় নেয়। ডেনজির স্বপ্ন, মানবতা আর দানবের জগৎ—সব মিলিয়ে সিনেমাটি এক অনন্য অভিজ্ঞতা দেয়।

চলচ্চিত্রটি ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পায় এবং সেখানেই বাণিজ্যিক সাফল্য অর্জন করে। আজই এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে।