সংঘাতকালে ইরানের পাশে থাকার ঘোষণা দিলো হিজবুল্লাহ
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিচ্ছে এবং পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ঘটছে। এমন পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটি বলেছে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন, তা তা সমগ্র অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসন।”
শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম।
তিনি বলেন, ট্রাম্পের এই হুমকি কেবল ইরানের বিরুদ্ধেই নয়, বরং সমগ্র অঞ্চলের জনগণের বিরুদ্ধে একটি আগ্রাসী পদক্ষেপ।
মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সশস্ত্র এই গোষ্ঠীটি, তবে চলমান সংঘাতে তারা এখন পর্যন্ত সরাসরি সামরিকভাবে জড়িত হননি। গত বছরের ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর গোষ্ঠীটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে, যার কারণে তারা এখনো লেবানন সীমান্তেও সক্রিয় হননি।
কাসেম স্পষ্ট করে বলেছেন, ‘আমরা হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি-ইরানের স্বাধীন ও বৈধ অধিকারের পক্ষে এবং আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আমরা নিরপেক্ষ নই।’
তিনি আরও বলেন, “এই ভয়াবহ মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় হিজবুল্লাহ যা প্রযোজনা মনে করবে, তাই করবে।”











