ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর নতুন করে জীবন পেয়েছি
অভিনেত্রী সেলিনা সুলতানা রিনা খান ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ। পর্দায় খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন।
তবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তৎকালীন আওয়ামী লীগের বিরাগভাজন হয়েছিলেন। সে সময় তাকে সিনেমাতেও কাজ দেওয়া হতো না, এমনকি বিটিভির কাজ থেকেও বাদ পড়েছিলেন।
সম্প্রতি, অভিনেত্রীর জার্মান প্রবাসী বড় ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগের লোকজন। এ মিথ্যা মামলায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ‘মিথ্যা’ মামলা তুলে নেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে বিএনপি অফিসে আসেন অভিনেত্রী রিনা খান।
তিনি জানান, তার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্টের নেপথ্যে কারণ হলো, তিনি বিএনপি করেন।
















