৫৩৯ কোটি রুপি জরিমানা দিতে ভারতীয় বোর্ডের প্রতি আদালতের নির্দেশ
আইপিএল দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিল করার মামলায় এই রায় দিয়েছেন আদালত।
আইপিএল দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিল করার মামলায় আবারও বড় ধাক্কা খেয়েছে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। ভারতীয় বোর্ডকে প্রায় ৫৩৯ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বোম্বে হাই কোর্টের রায় অনুযায়ী, কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি ও রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি দিতে হবে বিসিসিআইয়ের। কোচি টাস্কার্স কেরালা দলের যৌথ স্বত্বাধিকারী ছিল এই দুই প্রতিষ্ঠান।
২০১৫ সালে আদালতের নিয়োগ করা সালিশকারীর রায়ই মূলত এবার বহাল রেখেছেন আদালত। সেই রায়ে ভারতীয় বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল ৫৫০ কোটি রুপি জরিমানা দিতে। তবে জরিমানার অর্থের বদলে তখন আইপিএলে আবার অংশগ্রহণের সুযোগ চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল।
২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলে সুযোগ দেওয়ার পরই বেশ প্রশ্ন উঠেছিল। বিতর্কিতভাবে তাদেরকে সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছিল। ২০১১ আসরে প্রথমবার অংশ নেয় দলটি। সেটিই ছিল শেষবারও। ওই বছরের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজটির চুক্তি বাতিল করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির ১০ শতাংশ (১৫৬ কোটি রুপি) জমা দেওয়ার বাধ্যবাধকতা না মানায় তাদের চুক্তি বাতিল করা হয়েছিল। স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে ঝামেলায় এই দেরি হয়েছিল বলে তখন খবর প্রকাশিত হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে।
সেই থেকে দুই পক্ষের আইনি লড়াই চলছে। ১৪ বছর পরও সেটির চূড়ান্ত ফয়সালা হয়নি। বোম্বে হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধেও আপিল করার সুযোগ পাবে ভারতীয় বোর্ড। এজন্য তাদের সামনে সময় আছে ছয় সপ্তাহ।















