তিশাসহ যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ
চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা, চিত্রনায়ক বাপ্পারাজ, আহমেদ শরীফসহ ২৫ জনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার কারণে ব্যাংক হিসাব জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কর অঞ্চল-১২-এর সহকারী কর কমিশনার জনাব কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এনবিআর মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করে একটি নোটিশও প্রকাশ করেছে। ওই তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’














