হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন আনছে মেটা
অবশেষে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন আসছে। ফেসবুক ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কেনার ১১ বছর পরের ঘটনা এটি, যেখানে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে কোম্পানিটি। অনেকে একে বড় পরিবর্তন হিসেবে দেখছেন। কারণ, এর আগে বিজ্ঞাপনের বিপক্ষে ছিলেন হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতারা।
অনেক দিন ধরেই মেসেজিং প্ল্যাটফর্মটির পরিচিতি ছিল এমন এক অ্যাপ হিসেবে, যেখানে অন্যান্য মেসেজিং অ্যাপ বা মেটার অন্য অ্যাপের মধ্যে থাকা নানারকম অতিরিক্ত ফিচার ছিল না। তবে এখন হোয়াটসঅ্যাপের ‘স্ট্যাটাস’ অংশে বিজ্ঞাপনমূলক মেসেজ চালু করতে যাচ্ছে মেটা।
কোম্পানিটি বলেছে, প্রতিদিন দেড় শ কোটি মানুষ ব্যবহার করে অ্যাপটি। হোয়াটসঅ্যাপের নীতিতে বড় এক পরিবর্তনেরই ইঙ্গিত এটি। কারণ, দীর্ঘদিন ধরেই বিজ্ঞাপনের বিরোধিতা ও ব্যবহারকারীর প্রাইভেসির প্রতি কঠোর প্রতিশ্রুতির জন্য পরিচিত হোয়াটসঅ্যাপ। এবার প্ল্যাটফর্মটি ‘স্ট্যাটাস’ পোস্টের পাশেই বিজ্ঞাপন দেখাবে। তবে মেটা বলেছে, অ্যাপটির মেসেজ থ্রেডে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
















