মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ধারণকারী ৩ জন গ্রেফতার, অভিযুক্ত পলাতক
images
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
সারাদেশ
অর্থনীতি
স্পোর্টস
বিনোদন
ফিচার
চাকরি
ইসলাম
তথ্য-প্রযুক্তি
শিক্ষা
অভিবাসন
মতামত
আইন-আদালত
বিশেষ প্রতিবেদন
নারী ও শিশু
হেলথ
সাক্ষাৎকার
কৃষি ও পরিবেশ
প্রবাস
অফবিট
আর্কাইভ
সারাদেশ
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ধারণকারী ৩ জন গ্রেফতার, অভিযুক্ত পলাতক
জেলা প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০৩:২৮ এএম
images
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীর ভিডিও ধারণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি)।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ধর্ষণের শিকার হন এক নারী। শুক্রবার (২৭ জুন) দুপুরে মামলা করেন ভুক্তভোগী।
এরপর শনিবার রাতে মামলার অগ্রগতি সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি দেন কুমিল্লার পুলিশ সুপার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন আনুমানিক রাত ৮টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ফজর (৩৬) একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন।
পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় মামলা হয়। এই ঘটনায় মুরাদনগর থানা পুলিশ কর্তৃক অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত।
ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।















