হাসপাতালে ভর্তি, তবুও পরীক্ষা দিলেন নুরে জান্নাত
বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী নুরে জান্নাত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। তীব্র জ্বর ও দুর্বলতা থাকা সত্ত্বেও, আজ রবিবার হাসপাতালের কেবিনে শুয়ে তিনি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বরগুনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকা বলেন, “ডেঙ্গু আক্রান্ত একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন জেনে আমরা তাঁর প্রতি বিশেষ নজর দিচ্ছি। যদিও রোগীর চাপ অনেক, তারপরও মানবিক বিবেচনায় একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ চিন্তা করে আমরা বাড়তি যত্ন নিচ্ছি।”
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে নতুন করে ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতাল মিলিয়ে এই সময়ের মধ্যে ভর্তি হয়েছেন ৭৬ জন। সরকারি হিসেবে, জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫৫ জনে।















