1. admin@kagojerbarta.com : admin :
  2. roberttaylor1755ywts@gsasearchengineranker.com : anyapraed2271 :
  3. davidwilson2900s4d@verifiedlinklist.com : gordonhand83 :
  4. jennifermartinez5223xvyc@gsasearchengineranker.com : gustavostamper :
ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিককে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে লিটন

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার সঙ্গে গল টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। যেখানে অভিজ্ঞ তারকা লিটন দাসও উইকেটের পেছনে একটি রেকর্ড গড়েন। পূর্বসূরী মুশফিকুর রহিমের সমান ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেন টেস্টে। গতকাল (বৃহস্পতিবার) কলম্বো টেস্টে তাকে ছাড়িয়ে ফরম্যাটটিতে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি নিজের করে নিলেন লিটন। যদিও টাইগাররা চলমান এই ম্যাচে বেশ ব্যাকফুটে রয়েছে।

এই মুহূর্তে টেস্টে লিটনের মোট ডিসমিসাল সংখ্যা ১১৪টি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় লিটনের পরই আছেন মুশফিক, ফরম্যাটটিতে এখন উইকেটের পেছনে না দাঁড়ানো এই অভিজ্ঞ ক্রিকেটার করেছেন ১১৩ ডিসমিসাল। তবে মুশফিক যেটি অর্জনে সময় নিয়েছেন ৯৯ ইনিংস, লিটন দাস সেটি ছাড়িয়ে গেলেন মাত্র ৬৫তম ইনিংসেই।

মুশফিকের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.১৪১। বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ইনিংসপ্রতি ১.৭৫৩। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলটের। টেস্টে সাবেক এই অধিনায়কের ডিসমিসাল ৮৭টি। ইনিংসপ্রতি ডিসমিসালের হিসেবে সংখ্যাটা ১.৪২। এই পরিসংখ্যানে অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। কমপক্ষে দশ ডিসমিসাল আছে এমন উইকেটরক্ষকের হিসেবে তার ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৮৮।১১৪ ডিসমিসালের মধ্যে লিটন ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং করেছেন। একদিন আগেও তার সঙ্গে ক্যাচ ও স্ট্যাম্পিংয়ের অঙ্কটা সমান ছিল মুশফিকের। রেকর্ডের হাতবদল হতে সেই সংখ্যাও পাল্টে গেছে। এর আগে টেস্টে লিটনের ক্যারিয়ারের শুরুর দিকে উইকেটকিপিং সামলেছেন মুশফিক। সংস্করণটিতে অবশ্য মুশফিক গ্লাভস ছেড়ে লিটনের হাতে ছেড়েছেন লম্বা সময় হতে চলল। এখন তিনি হাঁটছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

মুশফিককে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে লিটন

আপডেট সময় : ০৫:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

শ্রীলঙ্কার সঙ্গে গল টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। যেখানে অভিজ্ঞ তারকা লিটন দাসও উইকেটের পেছনে একটি রেকর্ড গড়েন। পূর্বসূরী মুশফিকুর রহিমের সমান ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেন টেস্টে। গতকাল (বৃহস্পতিবার) কলম্বো টেস্টে তাকে ছাড়িয়ে ফরম্যাটটিতে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি নিজের করে নিলেন লিটন। যদিও টাইগাররা চলমান এই ম্যাচে বেশ ব্যাকফুটে রয়েছে।

এই মুহূর্তে টেস্টে লিটনের মোট ডিসমিসাল সংখ্যা ১১৪টি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় লিটনের পরই আছেন মুশফিক, ফরম্যাটটিতে এখন উইকেটের পেছনে না দাঁড়ানো এই অভিজ্ঞ ক্রিকেটার করেছেন ১১৩ ডিসমিসাল। তবে মুশফিক যেটি অর্জনে সময় নিয়েছেন ৯৯ ইনিংস, লিটন দাস সেটি ছাড়িয়ে গেলেন মাত্র ৬৫তম ইনিংসেই।

মুশফিকের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.১৪১। বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ইনিংসপ্রতি ১.৭৫৩। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলটের। টেস্টে সাবেক এই অধিনায়কের ডিসমিসাল ৮৭টি। ইনিংসপ্রতি ডিসমিসালের হিসেবে সংখ্যাটা ১.৪২। এই পরিসংখ্যানে অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। কমপক্ষে দশ ডিসমিসাল আছে এমন উইকেটরক্ষকের হিসেবে তার ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৮৮।১১৪ ডিসমিসালের মধ্যে লিটন ৯৯টি ক্যাচ এবং ১৫টি স্ট্যাম্পিং করেছেন। একদিন আগেও তার সঙ্গে ক্যাচ ও স্ট্যাম্পিংয়ের অঙ্কটা সমান ছিল মুশফিকের। রেকর্ডের হাতবদল হতে সেই সংখ্যাও পাল্টে গেছে। এর আগে টেস্টে লিটনের ক্যারিয়ারের শুরুর দিকে উইকেটকিপিং সামলেছেন মুশফিক। সংস্করণটিতে অবশ্য মুশফিক গ্লাভস ছেড়ে লিটনের হাতে ছেড়েছেন লম্বা সময় হতে চলল। এখন তিনি হাঁটছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।